ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দ্দার গ্রেফতার

আওয়ামী লীগ নেতা এবং ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেফতার করা হয়েছে। দুটি নাশকতার মামলায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে জেলা শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। র‍্যাব-৬ এ তথ্য জানিয়েছে।

র‍্যাব-৬-এর একজন কর্মকর্তা মিডিয়াকে জানিয়েছেন, র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেফতার করে। গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা পৃথক দুটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর পর থেকে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টা গ্রেফতার হয়েছেন।

গত মার্চ মাসে সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর আসনটি শূন্য হলে উপনির্বাচনে নায়েব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ