ঢাকা অফিস: শুরুতে পত্রিকায় সাংবাদিকতা করেছিলেন। পরবর্তীতে একুশে টিভির মাধ্যমে জ.ই মামুন তারকা সাংবাদিক হিসেবে খ্যাতি লাভ করেন। টেলিভিশন সাংবাদিকতা ভিন্ন মাত্রা যোগ করে এই সাংবাদিক এখন বাংলাদেশ একটি আলোচিত নাম। একুশে টিভির পর তিনি এটিএন বাংলায় কাজ শুরু করেন এবং এখনো গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবার তিনি কবি হয়েছেন। ২০২২ এর একুশে বইমেলায় তার কবিতার বই “কর তলে জোনাক জ্বলে”প্রকাশিত হয়েছে। জ ই মামুন কেন কবি হলেন? তার ভেরিফাইড ফেইসবুক এ তিনি এ তথ্য দিয়েছেন। এ প্রতিবেদনে তার সে কথা কটি তুলে ধরা হলো:
“”আমি কবি নই, কবিতার পাঠক। পড়তে পড়তেই কবিতা লিখতে শেখা। কতটা শুদ্ধ, কতটা ভালো বা কতটা মন্দ লিখি, জানি না। লেখার মধ্যে আমার বোধ, আমার প্রেম, আমার স্বপ্ন, আমার হতাশা, আমার দুঃখ নানাভাবে প্রকাশিত হয়। বহু বছর ধরে এক দুই লাইন লিখি, ছিড়ে ফেলি, সংরক্ষণ করি না। বই বের করার কথা কখনো ভাবিওনি, তবে এবার সাহস করে ফেললাম। অনন্যা প্রকাশনীর মনির ভাই সেই কঠিন দায়িত্ব সানন্দে কাঁধে তুলে নিলেন। যারা বই পড়বেন, তাদের প্রতি আগাম কৃতজ্ঞতা। কারো সামান্য ভালো লাগলে আমার লেখা সার্থক।
আমার বইয়ের প্রথম ক্রেতা মাজহার ভাই ও স্বর্ণা ভাবীর জন্য শুভ কামনা। ভাই বোন বন্ধুরা এই বই পড়ে আমাকে মারতে না আসলেই হয়!
শিল্পী মোস্তাফিজ কারিগরকে ধন্যবাদ বইটির চমৎকার শোভন প্রচ্ছদের জন্য।””
আমরা এই প্রচেষ্ঠা সাংবাদিকের সাফল্য কামনা করছি।