মন্তব্য প্রতিবেদন: ইতালি প্রবাসী সকল বাংলাদেশীর কাছে একটি চেনা নাম জিএম কিবরিয়া। যিনি একাধারে বহু বছর বাংলাদেশ সমিতি, ইতালির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সমাজ সেবায় রেখেছেন অনন্য ভূমিকা।
শুধু তাই নয়, রাজনীতিতেও অত্যন্ত সফল জনাব কিবরিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামীৎলীগ সভাপতি শেখ হাসিনার স্নেহভাজন হবার সুযোগও পেয়েছেন। শুধু তিনি নন, তার সহধর্মিনী সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হোসনে আরা বেগমকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী দলের জন্য একজন নিবেদিত প্রাণ মনে করেন।
ইতালি আওয়ামী্যলীগের ইতিহাস পর্যালোচনা করলে জিম কিবরিয়ার বাইরে কোন সিদ্ধান্ত এসেছে অথবা তাকে বাদ দিয়ে কোন কমিটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে, এমন ঘটনা খুঁজে পাওয়া কঠিন। তবে কখনো কখনো, কেউ কেউ বিদ্রোহী হবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
১৯৮৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ২৩ বছর ইতালী আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন আজকের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। ২০১২ সালে ইতালি আওয়ামী লীগের যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও জি এম কিবরিয়া ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক। বর্তমান শেখ হাসিনা অনুমোদিত ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন যে সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, তারও আহবায়ক ছিলেন জনাব কিবরিয়া।
ইটালি আওয়ামী লীগের সিনিয়ার নেতারা জানান, দীর্ঘ ৩২ বছর আগে যৌবন দীপ্ত জি এম কিবরিয়া আওয়ামী লীগের শীর্ষ পদে আসার আগ্রহ দেখাননি কখনো। তিনি শুধু গড়েই গেছেন। ইতালি আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা বলছেন, জি এম কিবরিয়ার নির্দেশনা কিংবা সিদ্ধান্তের বাইরে ইতালি আওয়ামী লীগ চলতে পারে না। তবে তিনি সকলের সাথে আলোচনা ক লোরেই সিদ্ধান্ত নিয়ে থাকেন বলে তা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়। ২০১২ সালের আগের মাহতাব হোসেনের নেতৃত্বাধীন কমিটি ছিল দলীয় প্রধান শেখ হাসিনার লিখিত অনুমোদন করা। এবার মাহতাব- আলমগীরের কমিটিও প্রধানমন্ত্রীর শেখ হাসিনা লিখিত অনুমোদন দিয়েছেন।
ফলে, আজকের এই কমিটি নিয়ে বিতর্ক করার কেউ নেই। আর যারা এই কমিটি নিয়ে সন্দেহ পোষণ করছেন, তাদেরকে দলীয় ভাবেই সাংগঠনিক শাস্তি পেতে হবে বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তারা। তবে আগামী পূর্ণাঙ্গ কমিটি কেমন হবে তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে। ২৭ নভেম্বর সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া রোমে ফিরলে ইতালি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে হাত দেবেন শীর্ষ নেতারা।
