নাপলি থেকে ফিরে আফজাল হোসেন রোমান:ইতালী প্রবাসী বাংলাদেশীদের কর্ম সংস্থান, আইটিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে ঘরে তোলা হবে বলে অঙ্গীকার করেছেন জালালাবাদ এসোসিয়েশন, ইতালির সভাপতি সাবির আহমেদ।
জালালাবাদ এসোসিয়েশন,নাপলি আয়োজিত সংগঠনের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইতালীর বন্দর নগরী নাপলীর সান জোসেপ্পে গ্রীস্মকালীন মিলন মেলা ও সংগঠনের পরিচিতি সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নাপলী ছাড়াও আশপাশ অঞ্চল থেকে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সরফ উদ্দিন। অনুষ্ঠান যৌথভাবে পরিচানা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল খালিক ও যুগ্ম সাধারন সম্পাদক জাফর আহমদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাধারণ সম্পাদক জামিল উদ্দিন। সংগঠনটি কেবল আনন্দ বিনোদনই নয়, দেশ ও প্রবাসীদের কল্যানে নানা ধরনের ভুমিকাও রেখে চলছে বলে জানান প্রবাসীরা
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবদুল্লাহ আল মনসুর ওয়েছ, শেখ জাহাঙ্গীর, মামুন আলম মাহবুব, সংগঠনের উপদেষ্টা দেলোয়ার মোহাম্মদ, গৌছ উদ্দিন, মাসুদ আহমদ, সহ সভাপতি আব্দুস শুক্কুর, মাসুক আলী, আরমান উদ্দিন স্বপন সহ আরো অনেকে।
জালালাবাদ এসোসিয়েশনের ভুমিকা ও ভবিষ্যত পরিকল্পনার কথাও তুলে ধরেন অনেকে
প্রবাসের মাটিতে সংগঠনটি যে ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে, যদি অন্যান্য সংঘঠনও এ ধরনের ভুমিকা রাখতো তা হলে দেশ ও দেশের মানুষ আরো উপকৃত হতো। সংগঠনের কর্ম কান্ডের ভ‚য়োসী প্রসংশা করেন অনেকে।
দেশের অর্থনীতির চাকাকে আরো বেগবান করতে ইতালীতে নবাগতদের কর্ম সংস্থান ও বিভিন্ন কাজের উপর প্রশিক্ষন দেয়ার কথা জানান নেতারা।
পরে রোম, লন্ডন ও স্থানীয় শিল্পীরা গান গেয়ে মাতিয়ে রাখেন দর্শক শ্রোতাদের।
