ডেস্ক রিপোর্ট: জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদ সাংগঠনিক সফর শেষে শুক্রবার ইটালির রাজধানী রোমে ফিরেছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক জামিল উদ্দিনের নেতৃত্বে জালালাবাদ এসোসিয়েশন ইতালির কর্মকর্তারা সাব্বির আহমেদকে রোমের লিওনার্দো দা বিমানবন্দরে
উষ্ণ ও অব্যর্থনা জানান। জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাধারণ সভা বার্ষিক বনভোজন এবং একটি সংকচরনের সভায় যোগ দেন সাব্বির আহমেদ। তাকে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার পক্ষ থেকে সম্মাননাও প্রদান করা হয়, ঢাকা
জালালাবাদ ভবনে বাংলাদেশী বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিক এবং
কানাডিয়ান বাংলাদেশী-বিসি সিবি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেজর (অব:)রিমন
মাহমুদের সাথে এক মতবিনিময় সভায়ও যোগদান তিনি।
এছাড়া সংগঠনের বার্ষিক সাধারণ সভা এবং বার্ষিক বনভোজনের জন্য অংশ নেন সাব্বির আহমেদ।জালালাবাদ এসোসিয়েশন ইতালি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কর্মসূচি পালনের পাশাপাশি প্রবাসীদের নানা সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন।
রোমে পৌঁছে সাব্বির আহমেদ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানবসভায় কাজ করে যাবার আহ্বান জানান। সাধারণ সম্পাদক জামিল উদ্দিন বলেন,
আমরা সভাপতির সাব্বির আহমেদের নেতৃত্বে প্রবাসীদের নানা ধরনের সমস্যা সমাধানে কাজ করছি।
আগামীতে এ কাজ আরো গতি পাবে বলেও মনে করেন তিনি।
