জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আরেক মামলায় গ্রেফতার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে আরেক মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।এই নেতা প্রায় দুই বছর ধরে কারাবন্দি আছেন।

২০২১ সালে রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এর আগে পল্টন থানার এই মামলায় গত ১৩ জুন জামায়াতের এই শীর্ষ নেতাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই মো. সালাহ উদ্দিন কাদের। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মিয়া গোলাম পরওয়ারকে গ্রেফতার করা হয়। এরপর তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। তখন থেকে কারাগারে আটক আছেন এই নেতা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ