আছি পটসডাম বিশ্ববিদ্যালয়ে। কি সুন্দর সুনসান পরিবেশ।সবাই মোটামুটি পড়াশোনা নিয়েই ব্যস্ত। আবার অনেকেই পড়াশোনার পাশাপাশি রিফ্রেশমেন্টের জন্য খানিকটা আড্ডা দিশে, তাও পড়াশোনা নিয়েই।
কোথাও কোন হট্টগোল, স্লোগান বা ব্যানার নেই। মনে পড়ছে দেশের কথা আর খানিকটা খারাপও লাগছে।
বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য যে ক্যাম্পাসগুলো(সরকারি) আছে সেখানে রাজনীতির পাশাপাশি এক ভয়াবহ ব্যাধি আছে। যেখানে রাজনীতি হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও তাদের অধিকার আদায় করার জন্য কিন্তু তা উল্টো হয়ে যায় অর্থ উপার্জনের হাতিয়ার।
ছাত্র নেতারা নিজেদের ইচ্ছামত ক্ষমতা ব্যবহার করে যাচ্ছে। তাদেরকে আবার স্হানীয় বড় বড় রাজনীতিবিদরা ব্যবহার করে নিজের পেশি ও ক্ষমতা ভারী করার জন্য।
নেতা ও ছাত্রনেতাদের ব্যক্তিস্বার্থ হাসিল করতে গিয়ে নষ্ট হয় অনেক ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ। পাশাপাশি নিয়োগ-বাণিজ্য টেন্ডার বাণিজ্য ইত্যাদি তো আছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জ্ঞানচর্চার জায়গা না হয়ে বরং পরিণত হচ্ছে সংশ্লিষ্ট স্বার্থ হাসিলের কারখানা হিসেবে।
এ দায় কার? অপরাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে ওঠুক। বিশ্ববিদ্যালয়গুলোতে অপরাজনীতি নয় বরং জ্ঞানের চর্চা হোক।