ঢাকা অফিস: বাংলাদেশের বিশিষ্ট লেখিকা রুমানা আক্তার
লেখক তথাকথিত বুদ্ধিজীবী জাফর ইকবালের একটি স্ট্যাটাসে ক্ষুব্ধ হয়নি তার প্রতি ঘৃনা প্রকাশ করেছেন।
বেশ কয়েক বছর যাবৎ এই লেখিকার বাংলা একাডেমি গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে। লেখালেখির জগতে তিনি বেশ পরিচিত। রুমানা আক্তার জাফর ইকবালের প্রতি তীব্র ঘৃণা এবং খুব প্রকাশ করে বলেন, জাফর ইকবাল তেলবাজ বুদ্ধিজীবী
বেহায়া এবং হায়েনা। থু। রুমানা আক্তারের ফেসবুকে দেয়া তার এই ঘৃণার কথাগুলো স্বদেশ বিদেশ পত্রিকার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
আমার মেয়ে ছোটবেলায় এই লোকের লেখার পাগল ছিল, সাথে রীতিমতো যেন পূজাও করত তাকে। মেয়ের ভালোবাসার সঙ্গী হতে গিয়ে আমিও তার প্রচুর লেখা পড়েছি, বই কিনে ঘর ভরিয়েছি। ভালোও বেসেছি, অন্য সন্তানদেরও পরামর্শ দিয়েছি এর বই পড়ার জন্য। আজ আমার সেই সন্তানের দিকে যে নোংরা আঙুলটা তুলেছে এই কুলাঙ্গার বুদ্ধিজীবীরূপী তেলবাজ বেহায়া হায়েনাটা, আজ এর লেখা সবগুলো বই টেনে ছিঁড়ব। আর ভবিষ্যতে কখনো নিজের সন্তানকে তো নয়ই, অন্যের কোন সন্তানকেও পরামর্শ দেবো না এর বই পা দিয়েও উল্টে দেখতে। থুঃ
