জাতীয় পুরস্কারের অর্ধেক অর্থ কাকে ভাগ দেবেন শাহরুখ

৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। সিনেমার জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার। তবে অধরা ছিল ভারতের জাতীয় পুরস্কার। সেই পুরস্কার এবার কিং খানের হাতে। যদিও এখানেও নাকি রয়েছে ভাগাভাগি।

মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে শাহরুখের হাতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ‘জাওয়ান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন তিনি।

যারা জাতীয় পুরস্কার পান তাদের একটি মেডেল, সঙ্গে একটি স্মারক দেওয়া হয়। সেইসঙ্গে পুরস্কার মূল্য হিসেবে পান ২ লক্ষ রুপি। এ বছর শাহরুখের সঙ্গে এই পুরস্কারের ভাগীদার ছিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসে। অর্থাৎ যৌথভাবে তিনি পেয়েছেন এই পুরস্কার। ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন বিক্রান্ত। ফলে মোট দু’লক্ষ রুপি অর্থ পান এই দুই তারকা।

প্রসঙ্গত, বলিউডে অভিনয়ের আগে শাহরুখের প্রথম পরিচিতি আসে ছোট পর্দা থেকে। ১৯৮৯ সালে ‘ফৌজি’ ধারাবাহিকে লেফটেন্যান্ট অভিমন্যু রাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন।

১৯৯২ সালে ‘ক্যারিয়ারে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘রইস’, ‘পাঠান’–এর মতো ছবির মধ্য দিয়ে প্রমাণ করেছেন-তিনি কেবল তারকা নন, এক পরিণত অভিনেতা।

সমালোচকদের মতে, শাহরুখ খানের অভিনয়ে থাকে আবেগ, আন্তরিকতা, বুদ্ধিমত্তা ও নিজস্ব ক্যারিশমা। দর্শকের সঙ্গে তার সংযোগ কেবল চরিত্র দিয়ে নয়—তিনি হয়ে উঠেছেন এক অনুভব, এক অভ্যাস। ৩৩ বছরের এই দীর্ঘ যাত্রা শেষে জাতীয় স্বীকৃতি যেন তাঁর প্রতি সময়ের ঋণশোধ। সূত্র: আনন্দবাজার।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ