জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইটালি আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচি গ্রহণ

ডেস্ক রিপোর্ট: লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনায় অংশ গ্রহণ শেষে ইতালি আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। রোমে দলীয় কার্যালয়ে ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভা
পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। এই সভায় ইটালি আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।সবাই হাবিব চৌধুরী, হাদিউল ইসলাম হাদী ,হাবিব মগদম, জামান মুক্তার, ইউসুফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এই বর্ধিত সভায় সভাপতি সাধারণ সম্পাদক লন্ডন সফরের সফলতার কথা তুলে ধরেন।প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইটালি আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বৈঠক সূত্রে জানা গেছে, গেল সম্মেলনে পুননির্বাচিত ইতালি আওয়ামী
লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল কিছুদিনের মধ্যেই ইতালি আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেন। এছাড়া ইতালির বিভিন্ন প্রদেশের মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোকে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ দেয়ারও নির্দেশনা দেয়া হতে পারে।আগামী জাতীয় নির্বাচনে দেশের দউন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার অঙ্গীকার করেন দলের নেতারা। তারা বলেন, দেশে-বিদেশে বর্তমান সরকার, আওয়ামী লীগ
এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জামাত বিএনপিসহ মৌলবাদী গোষ্ঠীর অপপ্রচার প্রতিরোধে প্রতিটি কর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হতে হবে। মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানানোর সাথে সাথে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার আহ্বান জানানো হয় এই বৈঠক থেকে।***প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলো তুলেছেন সাংবাদিক আমির হোসেন লিটন***













নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ