ইতালি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
রাজধানী রোমে জাতীয় ঈদগাহ মাঠে আয়োজিত ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদ উদযাপন পরিষদের
উদ্যোগে এখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান,সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র
সহ-সভাপতি ও বাংলাদেশ সমিতি ইতালির প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান
হোসেন, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আবতাফ বেপারী, জাতীয়
ঈদ উদযাপন পরিষদের আহ্বায়ক হাজী আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুর রউফ ফকির,যুগ্ম আহ্বায়ক হাজী নূরে
আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী মোঃ ইদ্রিস ফরাজিসহ সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক
সংগঠনের শীর্ষ নেতারা ঈদের নামাজ আদায় করেন এখানে।
এছাড়া ইতালির লাতিনার তেররাসিনায় ঈদের বিশাল জামায়াত অনুষ্ঠিত হয় । এখানে স্থানীয় মেয়র জান্নেত্তি ফ্রান্সেসকো উপস্থিত হয়ে ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানান। তিনি ইন্টিগ্রেশনের ওপর গুরুত্ব আরোপ করেন।
তেররাসিনার বিশিষ্ট কমিউনিটি নেতা আবুল কালামের নেতৃত্বে পরিচালিত এই ঈদগা মাঠে বিভিন্ন অঞ্চল থেকে শত শত মুসলমান অংশগ্রহণ করেন।
