জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে চুক্তি ইরানের

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) সঙ্গে নতুন একটি চুক্তি করেছে ইরান। চুক্তির আওতায় সংস্থার কর্মকর্তাদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ফের পরিদর্শন করার অনুমতি দেওয়া হয়েছে। তবে এ জন্য স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল না করার শর্ত দিয়েছে তেহরান।

রয়টার্সের প্রতিবেদনমতে, গত মঙ্গলবার ইরান ও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, তারা পরমাণু স্থাপনা পুনরায় পরিদর্শন করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তির আওতায় গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় বিধ্বস্ত পরমাণু কেন্দ্রগুলোও রয়েছে। তবে এ ব্যাপারে আর কোনো তথ্য দেওয়া হয়নি। তেহরান পশ্চিমাদের সতর্ক করে দিয়েছে, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হলে চুক্তিটি বাতিল হয়ে যাবে।

মঙ্গলবার মিসরের রাজধানী কায়রোয় আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এটি ছিল ইরান-ইসরায়েল যুদ্ধ পরবর্তী সময়ে আইএইএর সঙ্গে ইরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।

ওই বৈঠকের পর নতুন চুক্তিটি স্বাক্ষর করেন তারা। এরপর যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, ইরানের সার্বভৌমত্বকে সম্মান এবং দেশটির জনগণের নিরাপত্তা রক্ষার পূর্বশর্তে আইএইএর সঙ্গে সহযোগিতা জোরদার করতে রাজি হয়েছে তেহরান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ