ফরিদপুরের সালথায় জমিজমা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মীরেরগট্টি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে সালথা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মীরেরগট্টি গ্রামের তোরাপ মাতুব্বরের সঙ্গে প্রতিপক্ষ একই গ্রামের আবু মাতুব্বরের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকালে আবু মাতুব্বর বিরোধপূর্ণ জায়গায় নতুন বসতঘর নির্মাণ করতে যান। এ সময় ঘর নির্মাণে বাধা দেন তোরাপ মাতুব্বর। এ নিয়ে তোরাপ মাতুব্বরের সঙ্গে আবু মাতুব্বরের কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে শুক্রবার সকালে তোরাপ মাতুব্বরের বসতঘরে হামলা চালায় আবু মাতুব্বর ও তার সমর্থকরা।
একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালথা থানার ওসি শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।