‘জঙ্গি সম্পৃক্ততায় বাড়িছাড়া’ ৪ ছাত্রসহ গ্রেফতার ৭

কুমিল্লা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ‘জঙ্গি সম্পৃক্ততায়’ বাড়ি ছেড়ে যাওয়া চার ছাত্রসহ সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে এক বার্তায় র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

কুমিল্লা ও ঢাকার সাত কলেজছাত্র ২৩ আগস্ট বাসা থেকে বেরিয়ে আর না ফেরায় থানায় জিডি করেছিল পরিবার। পরে জানা যায়, উধাও ওই তরুণদের কয়েকজনকে শেষবার দেখা গিয়েছিল চাঁদপুরে।

পরিবারের সঙ্গে কথা বলে এবং সব কিছু বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনী সে সময় জানায়, ‘জঙ্গিবাদে জড়িয়েই’ লাপাত্তা হয়েছে ওই তরুণরা।

র‌্যাব, পুলিশের পাশাপাশি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরাও তাদের খোঁজে মাঠে নামে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ