জঙ্গলে একই উড়নায় দুই তরুণীর ঝুলন্ত লাশ

ভারতের পশ্চিমবঙ্গের একটি জঙ্গল থেকে দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে রাজ্যের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে দুই তরুণীর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

মৃত দুজন হলেন- সুমি মুর্মু (২৫) ও রচনা মান্ডি (২৩)।

ওই দুই তরুণী আত্মহত্যা করেছেন নাকি তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো পুলিশ কিছু জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, দুজনের মধ্যে সমকামী সম্পর্ক ছিল। পরিবারের আপত্তির জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন।

পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সুমির বাড়ি পশ্চিম মেদিনীপুরের রামগড়ে। আর রচনা হুগলির গোঘাট থানার কুমারদিঘির বাসিন্দা। লাশের আশপাশ থেকে ভাঙা মোবাইলের টুকরো উদ্ধার করা হয়েছে।

সুমির বোন লক্ষ্মী হেমব্রমের দাবি, তাদের এক বোনের কুমারদিঘিতে বিয়ে হয়েছে। সেখানে সুমির যাতায়াত ছিল। সেই সূত্রেই রচনার সঙ্গে তার পরিচয়। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। রচনা একাধিক বার তাদের বাড়িতেও গিয়েছিলেন।

তিনি আরও বলেন, সুমি আর রচনা বিয়েও করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক দুই পরিবারই মেনে নেয়নি। লক্ষ্মীর দাবি, সুমি আত্মহত্যা করেননি। তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর সবকিছু স্পষ্ট হবে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দুই পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ