ঢাকা অফিস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতাকা এবং বিদেশে পাড়ি জমানোর আজ রাতেই ডঃ মোঃ ইউনুস এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন
সরকার শপথ গ্রহণ করবেন। বাংলাদেশ সময় রাত ৮ টায় বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে প্যারিস থেকে এমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহন করে
বেলা একটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ডঃ মোঃ ইউনুসকে তিন বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমনায়করা এবং সুশীল সমাজের নেতারা ভিআইপি লাউন্জে স্বাগত জানান। ডঃ মোঃ ইউনুস দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি জনগণের নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদের থেকে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে। এর আগে গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দুপুরে শেখ হাসিনা সেনাবাহিনীর একটি কার্গো বিমানে বাংলাদেশ ত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি ভারতের দিল্লিতে কঠোর নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন। গণঅভ্যুত্থানের পর বহু মন্ত্রী এমপি সাহেব পালিয়ে গেছেন। যারা দেশে অবস্থান করছেন তারাও রয়েছেন আত্মগোপনে।
