মৌসুম শুরুর আগে থেকেই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে চুক্তির প্রস্তাব দিয়ে আসছে রিয়াল মাদ্রিদ। কিন্তু বেতন-ভাতা সংক্রান্ত বিষয়ে বনিবনা না হওয়ায় নতুন চুক্তিতে সই করেননি ভিনি।
সংবাদ মাধ্যমের দাবি, এমবাপ্পের সমান বেতন চান ভিনিসিয়াস। কিন্তু লস ব্লাঙ্কোসরা তাকে সমপরিমাণ বেতন দিতে আগ্রহী না। যে কারণে দুই পক্ষের সমঝোতা হয়নি। নতুন চুক্তিও হয়নি।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনির চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। চলতি মৌসুম শেষে আরও দুই মৌসুম রিয়ালে থাকার বিষয়ে চুক্তিবদ্ধ তিনি। কিন্তু চুক্তি নবায়ন না করলে আগামী মৌসুমের শুরুতে তাকে মোটা অঙ্কের অর্থে বিক্রি করে দিতে চায় ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড।
এরই মধ্যে ভিনির বিকল্প ভাবনাও শেষ পেরেজের। তিনি ম্যানচেস্টার সিটি থেকে নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডকে গ্যালাকটিতোয় যোগ করতে চান। জুটি গড়তে চান এমবাপ্পে ও হালান্ডের।
সেক্ষেত্রে এমবাপ্পে তার পছন্দের পজিশন লেফট উইঙ্গে খেলতে পারবেন। যে জায়গায় বর্তমানে ভিনিসিয়াস খেলছেন এবং স্ট্রাইকার পজিশনে খেলবেন হালান্ড। রিয়ালে যোগ দেওয়ার পর থেকে এমবাপ্পে দলটির নাম্বার নাইন পজিশনে খেলছেন।