চার বছরের ছোট প্রেমিক ম্যাক্সের সঙ্গে বাগদান সারলেন মাইলি সাইরাস

চার বছরের সম্পর্কে থাকার পর অবশেষে বয়সে চার বছরের ছোট প্রেমিক ম্যাক্স মোরান্দোরের সঙ্গে বাগদান সেরেছেন মার্কিন তারকা মাইলি সাইরাস। শুরুতে বিষয়টি নিয়ে মুখ না খুললেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপল-কে দেওয়া সাক্ষাৎকারে বাগদানের খবর নিশ্চিত করেছেন ৩৩ বছর বয়সি এই গ্র্যামি–জয়ী গায়িকা।

সম্প্রতি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার প্রচারে অংশ নেন মাইলি। এ ছবিতেই ব্যবহার করা হয়েছে তার গান ‘ড্রিম অ্যাজ ওয়ান’। প্রচার–অভিযানের মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি। ম্যাক্সের সঙ্গে গোপনে বাগদান করতে পারা নিয়ে বিস্ময় প্রকাশ করে মাইলি বলেন, “আমরা কী শেয়ার করব আর কী গোপন রাখব—এই সিদ্ধান্ত পুরোপুরি আমাদের ছিল। সবচেয়ে বড় ব্যাপার হলো, আমরা সেটা করতে পেরেছি।”

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই রক্ষণশীল মাইলি জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও সতর্ক হয়েছেন তিনি। তার ভাষায়, “‘অ্যাভাটার’ সিনেমার থিম—ভালোবাসা, পারিবারিক বন্ধন, দৃঢ়তা—এসবই এখন আমার জীবনের সঙ্গে চমৎকারভাবে মিলে যায়।”

গত ১ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর বিশ্বপ্রিমিয়ারে একসঙ্গে হাজির হন মাইলি ও ম্যাক্স। রেড কার্পেটে ছবি তোলার সময় মাইলির আঙুলে থাকা ঝলমলে আংটি নজরে আসে সবার। যদিও আংটিটি আগেই—২৩ নভেম্বর, নিজের জন্মদিনে—ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতেও দেখা গিয়েছিল, তবে তখন তা বাগদানের আংটি কি না নিশ্চিত হওয়া যায়নি।

জুয়েলারি ডিজাইনার জ্যাকি আইশ পিপল-কে নিশ্চিত করেন, মাইলির আংটিটি তার ডিজাইন করা একটি বিশেষ অর্ডারের পিস। এতে রয়েছে কুশন–কাট পাথর এবং ১৪ ক্যারেটের হলুদ সোনার ব্যান্ড। বিশেষজ্ঞদের ধারণা, আংটিটির দাম প্রায় ৪ লাখ ৫০ হাজার ডলার হতে পারে।

২০২১ সালের ডিসেম্বর ম্যাক্স মোরান্দোরের সঙ্গে মাইলির সম্পর্কের গুঞ্জন প্রথম শোনা যায়। মায়ামিতে এনবিসির একটি ছুটির অনুষ্ঠানের ব্যাকস্টেজে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশের পর আলোচনায় আসে সম্পর্কটি। পরে ২০২২ সালের এপ্রিলে ওয়েস্ট হলিউডে তাদের চুম্বনের ছবি প্রকাশ্যে আসলে বিষয়টি নিশ্চিত হয়ে যায়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ