চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষ মুহূর্তে বয়কট করেছে শাখা ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি এবং নির্বাচন কমিশন প্রশাসনের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়াতে চাইছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় অভিযোগ করেন, ‘এখানে মতবিনিময়ের সুযোগ নেই। শিক্ষার্থীদের প্রশ্ন নেওয়া হলেও একটি প্রশ্নের বেশি নেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশন প্রশাসনের দোহাই দিচ্ছে। এই অবস্থায় কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে? তাই আমরা সভা বয়কট করেছি।’
সভায় শিক্ষার্থীরা আচরণবিধির বিভিন্ন ধারা নিয়ে প্রশ্ন তোলেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান জানতে চান, ‘আচরণবিধিতে স্বাধীনতাবিরোধী বা তাদের উত্তরসূত্রধারীরা প্রার্থী হতে পারবে কি না, সেটি স্পষ্ট করা হয়নি কেন?’
চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী সভায় জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রত্যেক প্রার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডোপ টেস্ট করতে হবে। সোমবার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘ভোটের দিন মনিটরিং সেল কাজ করবে। ভোট শুরুর আগে কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।’
সভায় কমিশনার অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ আচরণবিধির ১৭টি নির্দেশনা পড়ে শোনান। প্রশ্নোত্তরে শিক্ষার্থীরা নিরাপত্তা, অনলাইন অপপ্রচার, সাইবার সেল গঠন, রক্ত পরীক্ষা ও সভার অনুমতি প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দেন।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতা আশরাফ চৌধুরী বলেন, ‘যখন শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে অনশনে বসেছে, তখন আচরণবিধি নিয়ে সভা করার যৌক্তিকতা কতটা আছে?’
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সমাপনী বক্তব্যে বলেন, ‘নির্বাচন নিয়ে যে কোনো অভিযোগ আমরা গুরুত্ব দিয়ে দেখব। প্রশাসন যেভাবে দায়িত্ব দিয়েছে, সেভাবেই কমিশন কাজ করবে।’
সভায় সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। এতে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৮৬৬ জন। শুক্রবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে, যাচাই–বাছাই ১৮ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।