স্পেন প্রতিনিধি :
স্পেনের মাদ্রিদে চাঁদপুর জেলা এসোসিয়েশন কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা প্রীতি রাজ রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়েছে |গতকাল স্পেনের মাদ্রিদে কমিউনিটি নেতা জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও ফিরোজ আলমেরও ফখরুদ্দীন রাজির পরিচালনায় বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এর মধ্যে বিশিষ্ট ব্যবসায়ীল নূর হুসেন পাটোয়ারী, মমিন হসেন মানিক জাকির হোসেন ,বুরহান উদ্দিন ,ফিরোজ আলম ,জানে আলম, সুমন হাওলাদার ,মামুন হাওলাদার ,আবুল হোসেন ,সাইফুল আমিন কিরণ ,সাগর হোসেন ,সিরাজুল ইসলাম ,ইব্রাহিম শেখ, সোহাগ হোসেন ,আনোয়ার কবির , জাহিদ হোসেন প্রমূখ |
চাঁদপুরবাসীর কল্যাণে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সোহার্দ্য বজায় রেখে কমিউনিটির উন্নয়নে কাজ করা |সভায় সর্বসম্মতিক্রমে রমজান মাস পরে আগামীপাচঁ মে রাত দশটায় পরবর্তী সভার আয়োজন করা হয়েছে |এতে সাত সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয় ,যারা আগামী সভায় সকল প্রস্তুতি গ্রহণ করবেন |সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা হলেন ,জাকির হোসেন, বোরহানউদ্দিন,ফিরোজ আলম , কাজী জসিম , ফখরুদ্দীন রাজী ,জাহিদুল আলম দিদার ,ও আবুল কাশেম |
