চরম পর্যায়ে পৌঁছেছে রাশিয়ার আক্রমণ: ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান এখন চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতেজায়ানেক জানিয়েছেন এমন তথ্য।

তিনি বলেছেন, রাশিয়ার সেনারা এখন লুহানেস্কের সেভারেস্কি নদীর পাশে অবস্থিত সেভারোদোনেৎস্ক এবং লায়শায়চান্স শহরে থাকা ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করছে।

তিনি জানিয়েছেন, রাশিয়ার সেনারা এ নদী পার হওয়ার যে চেষ্টা করেছিল সেটি থেকে এখনো তারা সরে যায়নি। নদী পার হওয়ার নতুন চেষ্টা চালাচ্ছে তারা।

তাদের লক্ষ্য সেভারোদোনেৎস্ক এবং লায়শায়চান্স দখল করা।

কেন এ দুটি শহর দখল করার জন্য এত চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। এগুলো কেন এত গুরুত্বপূর্ণ?

আসলে এই অঞ্চলটিতে ২০১৪ সাল থেকে যুদ্ধ হচ্ছে। কিন্তু এখানে ইউক্রেনীয় বাহিনীর শক্ত ঘাঁটি আছে যা অতিক্রম করা বেশ কঠিন।

আর এ দুটি শহর দখল করতে পারলে রাশিয়া পুরো লুহানেস্ক দখল করার যে লক্ষ্য ঠিক করেছে সেটি অর্জন করতে পারবে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ