চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী বদল, সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি। তিনটি আসনে এই পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে সাইদ আল নোমান ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে দলটি।

বিএনপি সূত্র জানায়, ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু শেষ পর্যন্ত এই আসনে প্রার্থী পরিবর্তন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে মনোনীত করা হয়েছে। এর আগে তাঁকে মনোনয়ন না দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেছিলেন তাঁর অনুসারী নেতাকর্মীরা।

চট্টগ্রাম-১০ আসনে মননোয়ন চেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর পছন্দ অনুযায়ী আসনটিতে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার তাঁকে এ আসন থেকে চট্টগ্রাম-১১ আসনে সরিয়ে নেওয়া হয়।

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক বিএনপি নেতা প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমানকে। ৩ নভেম্বর থেকে চট্টগ্রাম-১১ আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি। আসনটি থেকে আমীর খসরুর ছেলে ইসরাফিল খসরু মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু এক পরিবার, এক আসন নীতির কারণে মনোনয়ন পাননি ইসরাফিল খসরু।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ