‘ঘণ্টায় ঘণ্টায় বোমা হামলা করছে রাশিয়া’

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের মেয়র ইহোর তেরেকোভ বলেছেন, খারকিভে ঘণ্টায় ঘণ্টায় বোমা হামলা করছে রুশ সেনারা।

তিনি দাবি করেছেন, রাশিয়ার ভেতর থেকে এসব বোমা ছোঁড়া হচ্ছে।

এ ব্যাপারে মেয়র ইহোর তেরেকোভ বলেন, এখানে সকালে বোমা হামলা হচ্ছে, দিনের বেলা বোমা হামলা হচ্ছে, খারকিভ শহরে রাতের বেলায় বোমা হামলা হচ্ছে। এসব হামলা সব আসছে রাশিয়া ফেডারেশনের অঞ্চল থেকে–বেলগোরোদ অঞ্চল থেকে।

তাদের লক্ষ্য হলো জাতি হিসেবে আমাদের নির্মূল করে দেওয়া, যোগ করেন মেয়র।

এদিকে ইউক্রেনের খারকিভ শহরটি রাশিয়ার সীমানার সঙ্গে লাগোয়া।

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি কথিত বিশেষ সামরিক অভিযান শুরুর কয়েকদিনের মধ্যে খারকিভের বেশিরভাগ অঞ্চল দখল করেছিল রুশ সেনারা।

তবে এখানে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হন ইউক্রেনীয় সেনারা। তাদের প্রতিরোধের মুখে একটা সময় খারকিভ ছাড়তে বাধ্য হয় রুশ বাহিনী।

এরপর খারকিভের সাধারণ জনগণ তাদের নিজেদের ঘর-বাড়িতে ফেরা শুরু করেন।

কিন্তু কয়েকদিন যেতে না যেতেই রাশিয়া দূর থেকে হামলা চালানো শুরু করে।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ