স্পেন প্রতিনি:সিলেট এসোসিয়েশনের নতুন কমিটি কাছে ফান্ড হস্তান্তর করেছেন সাবেক সভাপতি লুৎফুর রহমান ও সাবেক সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন পংকি |গতকাল বাংলা টাউন রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি আবদুল মুজাককির ও সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ রাজু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিপার আহমেদ এর কাছে সংগঠনের জরুরী কাগজপত্র সহ তাদের কাছে জমাকৃত ফান্ডের টাকা হস্তান্তর করেন |এ সময় উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট এসোসিয়েশনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ |সভাপতি আব্দুল মুজাক্কিরেরে সভপতিত্বে
গ্রেটার সিলেট এসোসিয়েশন স্পেনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিপার আহমেদ ও যুগ্ম সম্পাদক মিজান চৌধুরী যৌথ পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা মাওলানা আব্দুর রাজ্জাক, গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের সাবেক উপদেষ্টা এইচ এম۔ দবির তালুকদার তালুকদার ,বকুল۔ খান ,মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ,গ্রেটার সিলেট এসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ মনির ,যুগ্ম সম্পাদক আসাদ আলী ,সদস্য সাইয়েদ আহমেদ ,খিজির আহমেদ সিলেট জেলা এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুর রহমান সাদ ,সাধারণ সম্পাদক ছানুর মিয়া ছাদ ,হবিগঞ্জ জেলা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হাফিজ মিয়া প্রমুখ |
বিদায়ী সভাপতি লুৎফুর রহমান বলেন ,যতুদূরে থাকি এই সংগঠনের প্রতি মায়া ভালোবাসা থাকবে |যেকোন۔ প্রয়োজনে ডাকলে আমরা আসবো ইন্শাল্লাহ |বিদায়ী সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকি নতুন কমিটিকে স্বাগত জানান এবং সকল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয়۔ব্যক্ত করেন |
