গাজা নিয়ে প্রশ্ন করায় চাকরি হারালেন ইতালীয় সাংবাদিক

গাজা উপত্যকার পুনর্গঠন নিয়ে ইউরোপীয় কমিশনের মুখপাত্রদের কাছে সরাসরি ও সংবেদনশীল প্রশ্ন করার জের ধরে চাকরি হারালেন রোমের নোভা নিউজ এজেন্সির ব্রাসেলস ভিত্তিক সংবাদদাতা গাব্রিয়েল নুনজিয়াতি।

ঘটনাটি ঘটেছিল গত ১৩ অক্টোবর যখন নুনজিয়াতি ইউরোপীয় কমিশনের মুখপাত্রদের সামনে প্রশ্নটি উত্থাপন করেন। তিনি জানতে চেয়েছিলেন “আপনারা বারবার বলছেন, ইউক্রেনের পুনর্গঠনের জন্য রাশিয়াকে অর্থ প্রদান করতে হবে। আপনারা কি মনে করেন যে গাজার প্রায় সব বেসামরিক অবকাঠামো ধ্বংস করার কারণে ইসরায়েলেরও কি সেটির পুনর্গঠনের জন্য অর্থ প্রদান করা উচিত?”

ইউরোপীয় কমিশনের প্রধান মুখপাত্র পাউলা পিনহো প্রশ্নটিকে আকর্ষণীয় বললেও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর কিছুদিন পরই নুনজিয়াতি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন যে তিনি তার চাকরি হারিয়েছেন যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি।

সাম্প্রতিক গাজা স্ট্রিপের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় কমিশন এবং এর প্রধান উরসুলা ভন ডার লেইনের বিরুদ্ধে একটি ইসরায়েল পন্থী অবস্থান নেওয়ার অভিযোগ ওঠার মধ্যেই এই ঘটনাটি ঘটল। এর ফলে কমিশন বৃহত্তর সমালোচনার মুখে পড়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ