গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইতালির বেশ কয়েকটি শহর। সোমবার (২২ সেপ্টেম্বর) মিলানসহ বিভিন্ন শহরে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে নামে হাজারও মানুষ। খবর দ্য গার্ডিয়ান।

বিক্ষোভ সমাবেশে মিলান থেকে পালের্মো পর্যন্ত ইতালির অন্তত ৭৫টি পৌরসভায় মানুষ রাস্তায় নেমে আসে। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল ও বেশ কিছু স্কুল। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

ইসরায়েলে অস্ত্র সরবরাহে ইতালির সমুদ্রবন্দর ব্যবহার বন্ধের দাবি জানান তারা। পাশাপাশি, অন্যান্য পশ্চিমা দেশের মতো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এ ছাড়াও জেনোয়া ও লিভোর্নোতে বন্দর শ্রমিকরা কার্যক্রম বন্ধ করে দেন। তাদের আশঙ্কা, ইতালির বন্দরগুলো ইসরায়েলে অস্ত্র পাঠানোর ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ