গণভবনে নেত্রী শুধু শুভেচ্ছা বিনিময় করেছেন। ইউরোপ কিংবা কোন দেশের কমিটি নিয়ে কোন কথা হয়নি: বজলুর রশিদ বুলু

ডেস্ক রিপোর্ট: গত তিন দিন আগে ঢাকায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের তার সাথে দেখা করার সুযোগ দিয়েছিলেন। সেখানে দলীয় প্রধান দেখা করতে আসা সকলের সাথে ফটো সেশনে অংশ নেন। এই দেখা করার বিষয়টি নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। এ ব্যাপারে ওই প্রতিনিধি দলে অংশগ্রহণকারী নেতা, বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি ও সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সমন্বয়ক বজলুর রশিদ বুলু মঙ্গলবার এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, আমরা শুধু নেত্রীর সাথে দেখা করেছি, সালাম বিনিময় করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এরপর সকলকে নেত্রীর সাথে ছবি তোলার সুযোগ করে দেন। জনাব বুলু জানান, এর বাইরে ইউরোপ আওয়ামীলীগ কিংবা কোন দেশের কমিটি নিয়ে কোন আলোচনা হয়নি, এসব ব্যাপারে নেত্রী একটি মন্তব্যও করেননি।
ইউরোপের প্রভাবশালী এই নেতা আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন বোর্ডের মিটিং শেষে উপরে যাবার সময় আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়াই এবং ছবি তোলার সুযোগ পাই।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ