খ্রিস্টান এসোশিয়েশন ইতালির ইস্টার সানডে উদযাপন

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধিঃ খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে। ক্রশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর পুনরুত্থান হয়েছিল যিশুখ্রিস্টের।
সারাবিশ্বের মতো যথাযোগ্য মর্যাদায় রবিবার রাজধানী রামের একটি রেস্তোরায় নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশ খ্রিস্টান এসোশিয়েশন ইতালি।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মি: জেফরী ফানান্ডেস, সহ সভাপতি রুপালি গমেজ, সাধারণ সম্পাদক মার্গারেট সরকার, প্রধান উপদেষ্টা মি: বিমল মোহন্ত উপদেষ্টা, মল্লিকা মল্লিক সহ মি: টিটু ঘোষ, কোষাধক্য, নমিতা ডিক্রুশ, মার্গারেট মিনু বাড়ৈ ছাড়াও খ্রিস্ট ধর্মাবলম্বীদের আরো অনেকেই উপস্তিত ছিলেন।
ইস্টার সানডে উপলক্ষে দেখা গেছে রাজধানী রাোমের গির্জাগুলো সেজেছে অপরূপ সাজে। রোববার সকাল থেকেই এসব গির্জায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনাসভা ও খ্রিস্টযোগ।
৪০ দিনের রোজা পালন শেষে যিশুখ্রিস্টের পুনরুত্থিত হওয়ার দিন এই ইস্টার সানডে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে বয়ে আনে নির্মল আনন্দ এমনটাই জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা। এ ছাড়াও তাদের প্রত্যাশা করোনা পরিস্থিতি পুরপুরি সাভাবিক হলে আগামীতে বর্ণাঢ্য আয়োজনে উসৎব মুখর পরিবেশে ইস্টার সানডে পালন করা হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ