খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

এর আগে, সোমবার সকালে হাসপাতালে যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। পরে কন্যা জাইমা রহমান আসেন ছোটচাচী শামিলা রহমানকে সাথে করে। চিকিৎসকরা বলছেন, এখনও কোনো ইতিবাচক সংবাদ নেই খালেদা জিয়ার ব্যাপারে। গেল দুই সপ্তাহ ধরে একই অবস্থায় রয়েছেন তিনি।

প্রসঙ্গত, খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন।

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ