ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, তাদের বাহিনী গত এক সপ্তাহে খারকিভ অঞ্চলের তিন শতাধিক বসতি রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে।
৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত গত এক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর অর্জন সম্পর্কে দেওয়া এক ব্রিফিংয়ে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানান। খবর আসাদোলুর।
উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না আরও জানান, গত ৬ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত খারকিভের ৩ হাজার ৮০০ বর্গকিলোমিটার এলাকা রাশিয়ার কাছ থেকে দখলমুক্ত করা হয়েছে।
এর ফলে ওই অঞ্চলের দেড় লাখ ইউক্রেনীয় রুশ বাহিনীর অবরুদ্ধ অবস্থা থেকে পরিত্রাণ পেয়েছেন বলে দাবি ওই সামরিক কর্মকর্তার।