ক্ষুধা নিবারণ করতে যা খাচ্ছেন মারিউপোলের মানুষ

পেটের ক্ষুধা নিবারণ করতে মারিউপোল শহরের সাধারণ মানুষকে কবুতর শিকার করে খেতে হচ্ছে।

মারিউপোলের ক্ষমতাচ্যুত এবং নির্বাসিত মেয়র ভাদইয়াম বোইচেনকো সোমবার এমন দাবি করেছেন।

নির্বাসিত এ মেয়র বলেন, সাধারণ মানুষ হাতে তৈরি ফাঁদ তৈরি করে কবুতর ধরছেন।

তিনি জানান, মারিউপোলের সাধারণ মানুষ যুদ্ধের আগে জীবনটাকে পুরোপুরি উপভোগ করতেন। তারা পানির অভাব বা ক্ষুধা কি সে জিনিসটি জানতেন না। কিন্তু এখন রুশ সেনারা তাদের খাদ্যভাবে ফেলে তাদের সঙ্গে উপহাস করছে।

মেয়র বোইচেনকো আরও বলেন, এমন ভয়ানক বিষয়টি হচ্ছে ২১ শতকে। ইউরোপের প্রাণ কেন্দ্রে, পুরো বিশ্বের সামনে।

এদিকে মেয়র বোইচেনকো একজন ডাক্তারের উপদেশও জনগণের উদ্দেশে জানিয়েছেন।

ওলেক্সান্ডার লাজারেঙ্কো নামে ওই ডাক্তার বলেন, কবুতরে বিভিন্ন ধরনের ভাইরাস, ছত্রাকজনিত রোগ থাকে। এগুলো কবুতরের মাংসেও চলে যেতে পারে।ফলে যারা শিকার করে কবুতর খাচ্ছেন তারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারেন।

তিনি সতর্কতা দিয়ে বলেছেন, শিকার করা কবুতর খেয়ে কেউ অসুস্থ হলে সেটি জীবনের জন্য হুমকিও হতে পারে।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ