পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই দুর্নীতির মামলায় দণ্ডিত পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দেশে ফেরাতে তৎপর হয়েছেন তার ভাই শাহবাজ শরিফ।
বুধবার পাকিস্তান পররাষ্ট্র দফতরে লন্ডনে স্বেচ্ছানির্বাসনে থাকা নওয়াজের কূটনৈতিক পাসপোর্ট পুনর্নবীকরণের সরকারি নির্দেশনামা জারি হয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মঙ্গলবার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন পররাষ্ট্র দফতরকে । বুধবার লন্ডনের পাকিস্তান হাই কমিশনকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
শুধু নওয়াজ শরিফ নয়, সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারের পাসপোর্টও পুনর্নবীকরণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৭ সালে পানামা পেপারস ফাঁসের পর দুর্নীতি এবং আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির মামলায় পাকিস্তানের দুর্নীতি দমন আদালত নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেয়। ওই মামলায় কারাগারেও পাঠানো হয় তাকে। পাকিস্তানের সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে। ২০১৯ সালে চিকিৎসার জন্য চার সপ্তাহের জন্য পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর নেতাকে লন্ডন যাওয়ার অনুমতি দিয়েছিল পাকিস্তানের আদালত। তবে লন্ডনে গিয়ে নওয়াজ আর ফেরেননি।
ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন পাক সরকার নওয়াজকে ‘পলাতক’ ঘোষণা করে তাঁকে প্রত্যর্পণের আবেদন জানায় ব্রিটেনের কাছে। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। সেই সময়ই বাজেয়াপ্ত করা হয় নওয়াজের পাসপোর্ট। গত বছরের ফেব্রুয়ারিতে নওয়াজের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে ইমরান খানের সরকার তা পুনর্নবীকরণ করতে অস্বীকার করে। তবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছিলেন, ইমরান খান দেশে ফিরতে চাইলে বিশেষ সনদপত্র দেওয়া হবে।