রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে অথবা মৃতদেহ রয়েছে, তার একটি তালিকা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
আজ সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটের দেওয়া আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সেই তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, সিএমএইচে আহত ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ জন— মোট ১৭১ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।
এ ছাড়া বার্ন ইনস্টিটিউটে ২ জনের মরদেহ, ঢাকা মেডিকেলে ১ জনের মরদেহ, সিএমএইচে ১২ জনের মৃতদেহ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জনের, লুবনা জেনারেল হাসপাতালে ২ জনের এবং উত্তরা আধুনিক হাসপাতালে ১ জনের—মোট ২০ জনের মৃতদেহ রয়েছে।
অর্থ্যৎ আইএসপিআরের তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং আহত হয়েছে অন্তত ১৭১ জন।