কৃষ্ণ সাগরে কমে গেছে রাশিয়ার বিমান বহরের ক্ষমতা

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার সাকি বিমান ঘাঁটিতে মঙ্গলবার বিস্ফোরণের ঘটনা ঘটে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের গোয়েন্দা তথ্যের বরাতে জানিয়েছে, এই বিস্ফোরণে রাশিয়ার আটটি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে। এতে করে কৃষ্ণ সাগরে কমে গেছে রুশ বিমান বাহিনীর ক্ষমতা।

এই ঘাঁটি ব্যবহার করে কৃষ্ণ সাগরে অভিযান পরিচালনা করত রুশ বাহিনী।

বিমান ঘাঁটিতে বিস্ফোরণের ব্যাপারে যুক্তরাজ্যের গোয়েন্দারা বলেছে, সাকি বিমান ঘাঁটিতে আটটি বিমান ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার যে পরিমাণ যুদ্ধবিমান আছে এই আটটি বিমান সেই অনুযায়ী খুবই ক্ষুদ্র অংশ। কিন্তু এ সাকি বিমান ঘাঁটি ব্যবহার করে কৃষ্ণ সাগরে অভিযান চালাত তারা। এখন কৃষ্ণ সাগরের বিমান বহরের ক্ষমতা অনেকাংশে কমে গেছে। যদিও বিমান ঘাঁটি এখনো ব্যবহার উপযুক্ত আছে, তবে ঘাঁটির পার্কিং অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, বিমান ঘাঁটিতে বিস্ফোরণের পর রুশ বাহিনী ঘাঁটির নিরাপত্তার হুমকির বিষয়টি নিয়ে নতুন করে ভাববে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ