
‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’-রবি ঠাকুরের একথাটি যেন চির সত্য। বাংলাদেশ দূতাবাসে রোমের কার্যালয়ে কর্মরত ছিলেন কাউন্সিলর এরফানুল হক । একজন বিনয় মানুষ হিসাবে, একজন দক্ষ কর্মকর্তা হিসেবে তিনি সমাদৃত হয়েছেন রোম তথা ইতালি প্রবাসী বাংলাদেশীদের কাছে। আর তাই তার বিদায় বেলায় সাংবাদিক সংগঠন, রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এরফানুল হককে বর্ণাঢ্য বিদায় জানানো হয়েছে।
সর্বশেষ মঙ্গলবার গাজীপুর জেলা কল্যাণ সমিতি, ইতালির পক্ষ থেকে এরফানুল হককে বর্ণাঢ্য বিদায় জানানো হলো।
সম্মাননা ক্রেস্ট আর ফুলে ফুলে এই সরকারি কর্মকর্তাকে বিদায় জানাতে পেরে অনেকেই খুশি।
অনুষ্ঠানের এক পর্যায়ে গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক আফজাল হোসেন রোমান গাজীপুরের এই বিদায়ে সন্তান এরফানুল হক এর কাছে গিয়ে কি যেন বললেন। কথা তো হতেই পারে? কিন্তু প্রশ্ন “”কী কথা তাহার সাথে?””
মিনহাজ হোসেন
নগর সম্পাদক





