কাভার্ডভ্যানচাপায় ৪ অটোরিকশাযাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বুধবার সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিজয়নগরের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে৷

নিহতরা হলেন-বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী মুর্শেদা (৫০), দুদু মিয়া (৬০)। এছাড়া নিহত ফরিদ মিয়া (৪৫) ও হোসনে আরা’র (৪৮) নাম জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম বলেন, সকাল পৌনে ৭টার দিকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আহত তিনজনকে উদ্ধার করে  ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্য হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ফরিদ মিয়াকে ঢাকায় পাঠানো হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ