বার্সেলোনা থেকে জেবুন্নেছা হারুন:
বার্সেলোনা শহরের প্রান কেন্দ্রে অবস্হিত রামলা রাবালের স্হানীয় প্যারাগুয়া রেষ্টুরেন্টে,১৮ই
জুলাই বৃহস্পতি বার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম
শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
খুরশীদ আলম বাদলের পরিচালনায় কোরআন হতে তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযাদ্ধা আলাউদ্দিন হক নেসা।অতিথির আসনে ছিলেন মোনায়েম চৌধুরী বাবলা,শাহ আলম স্বাধীন ,জাহাঙ্গীর আলম,মোহাম্মদ নাসিম,মোশারফ বেপারী,বক্তব্যের পারম্ভে ছিলেন খালেদুর রহমান, শামীম হাওলাদার,লুৎফুর রহমান সুমন, মোহাম্মদ কামরুল,হানিফ শরীফ,মোহাম্মদ মোস্তফা,মেহেতা হক জানু,মহিউদ্দিন হারুন সহ অন্যন্য নেতৃবন্দ,
মোনায়েম চৌধুরী বাবলা তার জোরালো বক্তব্যে আওয়ামীলীগ এর অভ্যন্তরে লুকিয়ে থাকা দালালসহ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের স্বরূপ তুলে ধরেন।তিনি আরো বলেন, আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের মোকাবেলায় আওয়ামী
পরিবারের ঐক্যের বিকল্প নাই।
সভার সভাপতি তার সমাপণী বক্তব্যে বঙ্গবন্ধুর
বলিষ্ট নেতৃত্বে মুক্তি যুদ্ধের বিশেষত্ব তুলে ধরেন।
১৫ই আগষ্ট মানব ইতিহাসের নৃশংস হত্যা কান্ডের
কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি
তিনি জাতির জনক বঙ্গবন্ধু ্সহ ১৫ই আগষ্ট এ নিহত সবার প্রতি শোক প্রকাশ করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরিশেষে সবার উপস্হিতিকে স্বাগত জানিয়য়ে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্টানে সমাপ্তি ঘোষনা করেন।
