কলাবাগানে কিশোরী ধর্ষণ-হত্যার ঘটনায় বন্ধু দিহানের বিচার শুরু

রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রীকে ‘ধর্ষণ ও হত্যার’ অভিযোগে তার বন্ধু ইফতেখার ফারদিন দিহানের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত বুধবার আলোচিত এ মামলায় দিহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৬ মার্চ তারিখ রাখেন।

কাঠগড়ায় দাঁড়ানো দিহানকে তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

এ সময় দিহানের অব্যাহতি চেয়ে শুনানি করেন তার আইনজীবী মো. বোরহান উদ্দিন।

তিনি বলেন, তারা পরস্পরের সম্মতিতে মিলিত হন।  কোনো জবরদস্তি সেখানে হয়নি।  আসামি অব্যাহতি পাবেন।

এ আইনজীবী দিহানের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলে বিচারক তা নথিভুক্ত করেন। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফাহানা আহমেদ অরেঞ্জ জানান, আলাচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে ৫৫ জনকে সাক্ষী করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ