করোনা শনাক্ত ও হার বেড়েছে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২৫৮ জন। এই সময়ে মারা গেছেন একজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জন। আর এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৩২০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল (বুধবার) সারা দেশে ১৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, আর মৃত্যু হয় তিনজনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৯৪টি নমুনা পরীক্ষা করে এই ২৫৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ৪ দশমিক ৩৮ শতাংশ হয়েছে। আগের দিন শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ ছিল।

গত ২৪ ঘণ্টায় ২২১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৪ হাজার ৮০৬ জন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ