কনওয়ে-দুবের তাণ্ডবে রান পাহাড়ে চেন্নাই

আইপিএল ১৬তম আসরের ২৪তম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর এম এ চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বিরাট কোহলিরা।

প্রথম ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে, শুভম দুবে ও আজিঙ্কা রাহানের ব্যাটিং তাণ্ডবে ৬ উইকেট হারিয়ে ২২৬ রানের পাহাড় গড়ে চেন্নাই।

চলতি আইপিএলে এটা দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে গত ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২২৮ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।

তবে আইপিএলে রেকর্ড ২৬৩ রানের মালিক রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্রিস গেইলের আইপিএলের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের সুবাদে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে কোহলিরা।

দলের হয়ে ৪৫ বলে ৬টি চার আর সমান ছক্কায় সর্বোচ্চ ৮৩ রান করেন ডেভন কনওয়ে। ২৭ বলে দুই চার আর ৫টি ছক্কায় ৫২ রান করেন শুভম দুবে।

২০ বলে তিন চার আর দুই ছক্কার সাহায্যে ৩৭ রান করেন আজিঙ্কা রাহানে। ৯ বলে দুটি ছক্কার সাহায্যে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলেন মইন আলী। ৬ বলে ১৪ রান করে ফেরেন আম্বাতি রাইডু।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ