ওরা আমার পেটে লাথি মেরেছে: রাখি সাওয়ান্ত

বলিউড সিনেমায় ‘আইটেম গান’ নিয়ে প্রায়ই বিতর্ক দেখা যায়। তবে এই ধাচের গান এখন শুধু সিনেমায় নয়, দেখা যাচ্ছে সিরিজেও। গেল মাসে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজেও ছিল এই গান, যেখানে নেচে দর্শক মাতিয়েছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিষয়টি নিয়ে ক্ষোভে উগড়ে দিলেন বলিউডের বিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত।

রাখির দাবি, তাদের সময় আইটেম গানে ছিল এক অন্য রকম মাদকতা ছিল, যেটা এখনকার নাচে নেই।

তামান্না ছাড়াও বর্তমানে নোরা ফাতেহি, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরসহ বহু নায়িকাই আইটেম গানে নাচছেন। সম্প্রতি ‘থাম্মা’ সিনেমা আইটেম গানে রাশমিকা মন্দানার পারফরম্যান্স নিয়ে হয়েছে আলোচনায়। তবে ‘আজ কি রাত’ বা ‘কাবালা’ গানের মতো আইটেম নম্বরে নেচে নিজের অবস্থান তৈরি করেছেন তামান্না। বিশেষ করে ‘আজ কি রাত’ গানে তিনি ভেঙেছেন প্রচলিত সৌন্দর্যের ধারণা।

সোজাসাপ্টা ভাষায় রাখি বলেন, ‘আমাদের দেখে দেখে এরা আইটেম গানের সঙ্গে নাচ শিখেছে। আগে এরা নায়িকা হতে চাইত। এখন সেই সময় চলে গেছে। এখন তারা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ শুরু করেছে। ওদের লজ্জা হওয়া উচিত। আসল আইটেম গার্ল তো আমি, এবার আমি হব নায়িকা!’

বলিউডে এখন তামান্না বনাম রাখির এই বিতর্কই নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলছেন, রাখির দিন শেষ, কেউ বলছেন, তিনিই ছিলেন আসল আইটেম কুইন! সূত্র: আনন্দবাজার অনলাইন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ