ডেস্ক রিপোর্ট: স্বদেশ বিদেশ পত্রিকার চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হাজী মোঃ জসিম উদ্দিন সস্ত্রীক শনিবার ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন । তিনি জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি এবং রোমা ওয়েস্ট বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতিরও সভাপতির দায়িত্ব পালন করছেন।
শনিবার তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রোম ত্যাগ করেন। বিকালে রোমের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনাব জসিম উদ্দিন এবং তার সহধর্মিনী মোমেনা আক্তার নিলি
সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে ১৫ জানুয়ারি যাবেন বাংলাদেশে। সেখানে কিছু ব্যক্তিগত কাজ ছাড়াও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। আগামী ২৫ জানুয়ারি হাজী মোঃ জসিম উদ্দিন ইতালি ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
