সাকিব আল হাসানকে সাধারণত ব্যাটিংয়ে ওপেন করতে দেখা যায় না। তবে ম্যাক্স সিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ব্যতিক্রম চিত্র দেখা গেল। ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তার অলরাউন্ড নৈপুণ্যে জয় তুলে নিয়েছে মায়ামি ব্লেইজ, গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে হারিয়েছে ১৩ রানে।
কেম্যান আইসল্যান্ডের জিমি পাওয়েল ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গ্র্যান্ড কেম্যান। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ওপেনার শ্রীভাতস গোস্বামীকে হারালেও সাকিব চালিয়ে যান মারমুখী ব্যাটিং। মাত্র ১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মারেন ৩টি চার ও ২টি ছক্কা। তার স্ট্রাইকরেট ছিল ২৬৩.৬৩, যা ছিল ইনিংসে সেরা।
তিনে নেমে অ্যাঞ্জেলো পেরেরা খেলেন ২২ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস। তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ২টি ছক্কা। নির্ধারিত ১০ ওভারে মায়ামি স্কোরবোর্ডে তোলে ৫ উইকেটে ১১০ রান। ফ্যালকনসের হয়ে রিশি ধাওয়ান ও জ্যাক জার্ভিস দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় গ্র্যান্ড কেম্যান ফ্যালকনস। ১০ ওভারে ৮ উইকেটে তারা করে ৯৭ রান। সর্বোচ্চ ২৫ রান করেন চিরাগ গান্ধী। সাকিব ২ ওভারে দেন ১৯ রান, তুলে নেন ১ উইকেট। মায়ামির হয়ে সবচেয়ে সফল বোলার সেহান জয়াসুরিয়া, ২ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩টি উইকেট।