ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে: আনিমুর রহমান সালাম

্ডেস্ক রিপোর্ট: ইতালির রোমে বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চলমান সরকারবিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ
হতে আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম।
ইতালির রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক বিএনপি নেতা মোঃ দেলোয়ার
হোসেন। যুবদল নেতা কাওসার আহমেদ তাজুলের আহ্বানে ও পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সহসভাপতি সাজ্জাদুল কবির, বিএনপি নেতা শরীফ হোসেন পাইক, জুয়েল আহমেদ, যুবদল নেতা মাহমুদুল হাসান, আশরাফুল আলম রিকন, যুবদল নেতা বিল্লাল হোসেন, আরিফ মাল, জাকির হোসেন, শিশির ভূঁইয়া, মহাসিন আহমেদ,আফজাল হোসেন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ বলেন, দলকে চাঙা করতে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের কাজ করতে হবে। সরকারের দমন-পীড়ন মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
মতবিনিময় সভার প্রধান অতিথি ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী সরকারকে মোকাবিলা করতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। দেশে ও প্রবাসে ঐক্যবদ্ধ আন্দোলনেই স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত করতে হবে।
পরিশেষে নৈশভোজে যোগ দেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ