এলপিজি ট্যাংকার বিস্ফোরণে দক্ষিণ আফ্রিকায় নিহত ১০

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের কাছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এইপজি) বহনকারী একটি ট্যাংকারে বিস্ফোরণে কমপক্ষে ১০ নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বক্সবার্গ এলাকার ওআর ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের কাছে ট্যাংকারটি একটি সেতুর নিচে আটকে যায়। খবর আলজাজিরার।

এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

দেশটির কর্মকর্তারা জানান, একটি এলপিজি ট্যাংকার সেতুর নিচে আটকে গেছে, শনিবার সকাল পৌনে ৮টার দিকে আমরা এমন একটি কল পাই। দমকল বাহিনীকে ডাকা হয়েছিল। দুর্ভাগ্যবশত তার আগেই বিস্ফোরণ ঘটে। ট্রাকটিতে ৬০ হাজার লিটার এলপিজি ছিল।

আহত ৪০ জনের মধ্যে ১৯ জনের অবস্থা সংকটাপন্ন। এর মধ্যে চালকও রয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন জরুরি বিভাগের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ