আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগে খেলতে হলে প্রিমিয়ার লীগে থাকতে হবে শীর্ষ চার দলের মধ্যে। কিন্তু আজ (শনিবার) এভারটনের মাঠে হেরে সেই সম্ভাবনা আরও ক্ষীণ হলো ম্যানচেস্টার ইউনাইটেডের।
গুডিসন পার্ক থেকে ১-০ গোলের হার নিয়ে ঘরে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো-ব্রুনো ফার্নান্দেজরা। ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে এখন ৭ নম্বরে রয়েছে ম্যানইউ। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে রেড ডেভিলরা। তবে আর্সেনাল ম্যাচ একটি কম খেলেছে।
প্রিমিয়ার লীগে নিজেদের শেষ ৫ ম্যাচে মাত্র একটিতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের ম্যাচেই লেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। আজ গুডিসন পার্কে ২৭তম মিনিটে পিছিয়ে পড়ে ম্যানইউ। রিচার্লিসনের পাস অ্যালেক্স লোবির পা হয়ে পেয়ে যান বক্সের উপরে থাকা অ্যান্থনি গর্ডন।
২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের বুলেট শট হ্যারি ম্যাগুয়ারের গায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে। গর্ডনের সেই গোল আর শোধ করতে পারেননি রোনালদো-রাশফোর্ড-সানচোকে নিয়ে গড়া ম্যানইউর শক্তিশালী আক্রমণভাগ।