‘এবার ভালোরকম খেলা হবে’

ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের উপনির্বাচনে হুডখোলা গাড়িতে চড়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

এবার এই আসনের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। খবর হিন্দুস্তান টাইমসের।

ঠিক কী বলেছেন অনুব্রত? সোমবার আসানসোলে আসেন তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার ভালোরকম খেলা হবে।

তিনি বলেন- ২০১৬, ২০১৯ ও ২০২১ সালে যা বলেছিলাম সেটিই হয়েছে। এবার তাই হবে। আড়াই লাখেরও বেশি ভোটে জিতবেন শত্রুঘ্ন সিনহা।

এ মন্তব্যের পর থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা স্লোগান তুলেছেন ‘খেলা হবে’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেন আসানসোলে গেছেন অনুব্রত মণ্ডল? জানা যায়, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাই এখানে তিনি ঘাঁটি করেছেন। সেখানে বেশ কয়েকজন বিধায়কদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। প্রার্থীকে জেতাতে রণকৌশল ঠিক করছেন তিনি।

প্রসঙ্গত, এ কেন্দ্রে পর পর দুবার জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। তখন তিনি বিজেপিতে ছিলেন। এখন তিনি তৃণমূল কংগ্রেসে। এমনকি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী। আর তার ছেড়ে আসা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহাকে। এ আসনে আড়াই লাখেরও বেশি ভোটে জিতবেন শত্রুঘ্ন বলে দাবি করলেন অনুব্রত মণ্ডল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ