এবার টি-টেন লিগে খেলবেন সাকিব, পেতে পারেন অধিনায়কত্ব

ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট।প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বসবে টুর্নামেন্টটি। এবারের আসর বসবে নভেম্বরে।

মাত্র ১০ ওভারের এ লিগে অংশ নেবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্টটির দল বাংলা টাইগার্সের হয়ে খেলবেন এ বাঁহাতি অলরাউন্ডার।

সূত্র জানায়, টি-টেন লিগের এবারের আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে সাকিবকে। এমনকি তিনিই দলের অধিনায়কত্ব পেতে পারেন।
তবে এখানে একটি সমস্যা রয়েছে। ডিসেম্বরের শুরুতে দেশের মাটিতে ভারত সিরিজ থাকায় টি-টেন লিগের পুরো মৌসুম না খেলতে পারেন সাকিব। যে কারণে সব সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জানা গেছে, দুপক্ষের আলোচনা শেষ পর্যায়ে।

আরও জানা গেছে, সাকিব ছাড়া আরও দুই বাংলাদেশি যুক্ত হচ্ছেন বাংলা টাইগার্সের সঙ্গে। দলের পরামর্শক বা টিম মেন্টর হিসেবে থাকবেন দেশের প্রখ্যাত ক্রিকেট কোচ ও বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। প্রধান কোচের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।

উল্লেখ্য, বাংলা টাইগার্স বাংলাদেশি মালিকানাধীন দল হলেও গত আসরে দলটির সঙ্গে কোনো বাংলাদেশি ক্রিকেটার বা কোচ ছিল না।  এবার তিন বাংলাদেশি যুক্ত হচ্ছেন।

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী নভেম্বরে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শেষ হওয়ার পর পরই। ২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ