এবার ইউক্রেনকে মাইনহান্টার ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য

নিরাপদে শস্য সরবরাহ নিশ্চিত করতে এবং সমুদ্র তলদেশের মাইন সরাতে সহায়তা করার জন্য ইউক্রেনকে ছয়টি মাইনহান্টার ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রয়্যাল নেভি ইউক্রেনীয় নাবিকদের সাবঅ্যাক্যাটিক মাইনহান্টার সোনার-চালিত ড্রোন ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে । এই ড্রোন ইউক্রেনের জলসীমার হুমকি মোকাবেলায় সহায়ক হবে বলে আশা পোষণ করেছেন তারা।

এদিকে, ইউক্রেনের হয়ে স্বেচ্ছায় যুদ্ধ করতে যাওয়া এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে স্বেচ্ছায় যুদ্ধ করতে গিয়ে ছিলেন ওই মার্কিন নাগরিক।

তবে, তার নাম পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে মার্কিন নিউজ উইক ম্যাগাজিনে প্রথম এ মৃত্যুর খবর ছাপা হয়েছিল।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ