ডেস্ক রিপোর্ট: এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন ইতালির রাজধানী রোমে আসবেন। দীর্ঘ দুই বছর করোনার দাপটের পর সাবরিনা হোসাইনের ইতালী আগমন উপলক্ষে ইতালির সাংবাদিক পরিবার তাকে গণসংবর্ধনা দেবে।
এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে
আমন্ত্রণ জানানো হয়েছে এই গণসংবর্ধনায়। ১৪ জুন সন্ধ্যায় রোমের আর্কো দি ট্রাভেরতিনুর হলে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে।
আয়োজকদের অন্যতম এনটিভির ইতালি প্রতিনিধি আফজাল হোসেন রোমান জানান ইতিমধ্যেই তারা সংবর্ধনা স্থল পরিদর্শন করেছেন এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছেন। রোমান বলেন, এই গণসংবর্ধনাটি হবে পুরোপুরি অরাজনৈতিক।
দলমত নির্বিশেষে সকলেই এখানে অংশগ্রহণ করবেন বলে তার বিশ্বাস। সমাজের বিভিন্ন স্তরের নেতা এবং নারীনেত্রীদের সাথেও পৃথক পৃথক বৈঠক করেছেন সাংবাদিক পরিবারের সদস্যরা। সব জায়গা থেকেই ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান তিনি।
সাংবাদিক পরিবারের অপর সদস্য ৭১ টিভির ইতালি প্রতিনিধি লাবণ্য চৌধুরী ও চ্যানেল এস এর রোম প্রতিনিধি মিনহাজ হোসেন জানান, প্রস্তুতির কাজ শেষ, প্রায় সকল স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজধানী রোম ছাড়াও অন্যান্য প্রদেশ থেকেও প্রবাসীরা এই গণ সংবর্ধনায়
যোগ দেবেন বলে তিনি আশা করেন।
এই গণ সংবর্ধনা উপলক্ষে ইতালিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অ্যাওয়ার্ড এবং সম্মাননা প্রদানেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এই সম্মাননা এবং অ্যাওয়ার্ড পাবেন বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
